গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে সবুজা বেগম নামে এক নারীকে ৯ কেজি গাঁজাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সবুজা বেগম কুমিল্লা জেলার হোমনা থানার দড়িগাও গুচ্ছগ্রামের আবুল কালামের স্ত্রী।
নারায়ণগঞ্জ জেলা ডিবি’র পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/৮ জানুয়ারি ২০১৭/হিমেল