গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজনসহ প্রাইভেট কারের ৫জন যাত্রী নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ের মরণফাঁদে প্রাইভেট কারটি ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-উত্তরবঙ্গ রেলসড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, অরক্ষিত রেল ক্রসিংয় দিয়ে গোয়ালবাথান গ্রামের রিপনের প্রাইভেট কারে করে তার স্ত্রী ও ৬ বছর বয়সী ছেলে তালহা এবং তার চাচাত ভাই রিপনের স্ত্রী ও ৬ বছর বয়সী মেয়ে রিভা স্থানীয় ক্রিস্টান মিশন স্কুলে যাচ্ছিল। সকাল সোয়া নয়টার দিকে ওই অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে এক মাইল দূরে সোনাখালি ব্রিজে গিয়ে ছিটকে পড়ে এবং চুর্নবিচুর্ন হয়ে যায়।
এ দুর্ঘটনায় কারের চালক মিনহাজসহ ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
দুর্ঘটনায় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ওই রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বিডি প্রতিদিন/৮ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম