ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রানা (৩০) নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। রোববার ভোরে মহাসড়কের হাজির বাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রানা খুলনা সদর উপজেলার রূপসা এলাকার খলিলুর রহমানের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে মাছ ভর্তি একটি পিকআপ ময়মনসিংহ যাওয়ার পথে পিছন থেকে অজ্ঞাত নামা একটি গাড়ি পিকআপটিকে ধাক্কা দিলে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনস্থলেই পিকআপ ড্রাইভার রানা (৩০) নিহত এবং সুমন (২৮), রিপন (২৭) ও আলফাজ (৪০) আহত হন। আহতদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থান অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতলে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/৮ জানুয়ারি ২০১৭/হিমেল