গাইবান্ধায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিবের ছয় কর্মীসহ বিভিন্ন মামলার ২০ আসামিকে আটক করেছে পুলিশ। জামায়াত-শিবিবের এই ছয় কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে জানা গেছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত গাইবান্ধার সুন্দরগঞ্জসহ ছয় উপজেলায় পুলিশের এ অভিযান চলে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, "আটককৃতদের মধ্যে ছয়জন জামায়াত-শিবিরের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এদের মধ্যে একজন ওয়ারেন্টভুক্ত আসামি। আটকের সময় তাদের কাছ থেকে বেশকিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া জেলার ছয় থানায় মাদকসহ অন্যান্য মামলার আরও ১৪ আসামিকে আটক করা হয়েছে।"
তবে তিনি এই ছয় জামায়াত-শিবির কর্মীদের নাম পরিচয়-জানাতে পারেননি। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ৮ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৬