চুয়াডাঙ্গার দামুড়হুদা-কার্পাসডাঙ্গা মহাসড়কের জামতলি নামক স্থানে কাঠবোঝাই ট্রাক্টরের সঙ্গে ভ্রাম্যমান খোয়াভাঙ্গা মেশিনের মুখোমুখি সংঘর্ষে খোয়াভাঙ্গা মেশিনের চালক রিপন দাস (২৮) নিহত হয়েছে। এসময় রাম প্রসাদ (২৫) ও আবু সাঈদ (২৩) নামে আরও দুজন আহত হয়।
আজ রবিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিপন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আদিবাসী এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে।
কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়ির ইনচার্জ জিয়াউল হক জানান, "রবিবার সকালে রিপন তার সঙ্গীদের সাথে নিয়ে খোয়াভাঙ্গা মেশিন চালিয়ে দামুড়হুদায় যাওয়ার পথে জামতলিতে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিপন, রাম প্রসাদ ও আবু সাঈদ আহত হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে রিপনের মৃত্যু হয়।"
বিডি-প্রতিদিন/ ৮ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-২৩