ঝিনাইদহে বেতন বৃদ্ধির দাবিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলার পোস্ট অফিস মোড়ে আজ সকালে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে মোঃ আব্দুল মমিনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষক সমিতি সদস্য ও ঝিনাইদহ জেলা সভাপতি মোঃ মহি উদ্দীন। এতে বক্তব্য রাখেন আলী কদর, ইয়াকুব হোসেন, ইসাহক আলী, মোঃ আব্দুল মজিদ, মোঃ মিজানুর রহমান, আজমল হাসান, বিদৌরা আক্তার,কৃপা সিন্ধু, শাহানাজ পারভীন মুন্নী প্রমুখ নেত্রীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ইতিমধ্যে সরকারি শিক্ষক-কর্মচারীগণ ৫% বেতন বৃদ্ধি ও বৈশাখী ভাতা পেয়েছেন। কিন্তু বে-সরকারি শিক্ষক-কর্মচারী ৮ম জাতীয় বেতন স্কেলের অন্তর্ভূক্ত হলেও বার্ষিক ৫% বেতন বৃদ্ধি ও বৈশাখী ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাইনি। বক্তারা আরো বলেন আশাকরি শিক্ষা বান্ধব সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে গত জুলাই’ ২০১৬ হতে বার্ষিক ৫% বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য সকল সুযোগ সুবিধা প্রদান এবং নন-এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করবেন। এসময় শিক্ষক নেত্রীবৃন্দ হুশিয়ারী উচ্চরণ করে বলেন, ৫% বেতন বৃদ্ধি ও বৈশাখী ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা না হলে কঠোর কর্মসূচি প্রদানের মাধ্যমে দাবি আদায় করা হবে।
বিডি প্রতিদিন/৮ জানুয়ারি ২০১৭/হিমেল