চা শ্রমিকদের ভূমি অধিকার ও দৈনিক ৩শ’ টাকা মজুরী নির্ধারণসহ সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সিলেটের চা শ্রমিকরা। আজ রবিবার দুপুরে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীনের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
নগরীর লাক্কাতুড়া চা বাগান থেকে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন চা শ্রমিকরা। এ সময় চা শ্রমিকরা জানান, তাদের শ্রমের বিনিময়ে বাগান মালিকরা কোটি কোটি টাকা মুনাফা অর্জন করলেও যুগ যুগ ধরে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দৈনিক মজুরী ৮৫ টাকায় কোনভাবেই চলছে না তাদের সংসারের চাকা। সন্তানদের পড়ালেখাতো দুরের কথা খেয়ে বাঁচাও দায় হয়ে পড়েছে তাদের।
উল্লেখ্য গত ৬৩ বছর ধরে চা শ্রমিকরা ভূমি অধিকার পাচ্ছেন না। দ্রুত এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন চা শ্রমিকরা।
বিডি-প্রতিদিন/ ৮ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-২৪