বরিশালে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে কিছুক্ষণ বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত মিছিল করতে না পেরে ফিরে যায় বিএনপি নেতাকর্মীরা।
রবিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের বিএনপি কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক।
বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদসহ যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ।