ঢাকায় বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। তবে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বেরিয়ে পুলিশের বাধার মুখে পড়ে।
রবিবার বেলায় ১২টায় জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাংগঠনিক মো. মোকাররম হোসেন'র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি লিলির মোড়ের কাছাকাছি পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি পুনরায় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মোকাররম হোসেন, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান উজ্জল, আহবায়ক কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ সুমন প্রমূখ।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. খালেকুজ্জামান বাবু, বখতিয়ার আহমেদ কচি, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সোলায়মান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার, আহবায়ক কমিটির সদস্য আব্দুল মোন্নাফ মুকুল, মো. আফজাল খান, শরিফ জাকির হোসেন হিরা, শাহ জালাল রোজসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।