যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটক দম্পতি হলেন-রঘুনাথপুর গ্রামের রমজান আলীর ছেলে রুস্তম আলী (৫৫) ও তার স্ত্রী মনিরা বেগম (৪৫)।
রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার কামাল উদ্দীন জানান, রঘুনাথপুর গ্রামের একটি বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবাসহ ওই দম্পতিকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/৮ জানুয়ারি ২০১৬/এনায়েত করিম