দিনাজপুরের খানসামায় পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন, ছাত্রলীগের সদস্য রাকেশ কুমার গুহ, আওয়ামী লীগের মো. আব্দুল লতিফ রানা, মো. রফিকুল ইসলাম, ছাত্রলীগের সোলজার ও বিএনপির কৃষক দলের উপজেলা সভাপতি আতাউর রহমান।
রবিবার দুপুর পৌনে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দিনাজপুর খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে পাঁচজন আহত হন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকাগুলি নিক্ষেপ করে।