ঘন কুয়শার কারণে লালমনিরহাট রেলওয়ে বিভাগের প্রায় সবগুলো রুটে ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এ কারণে প্রতিটি ট্রেন গন্তব্যে স্টেশনে যেতে ৩ /৪ ঘণ্টা সময় বেশী লাগছে। এতে করে প্রচণ্ড শীতে ট্রেন নির্ভরশীল যাত্রীদের চরম দুর্ভোগের কবলে পড়তে হচ্ছে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কন্ট্রোল রুম সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে প্রতিটি ট্রেনের গতি কমিয়ে আনা হয়েছে। এ অবস্থায় লালমনিরহাট রেল বিভাগের আওতাধীন ঢাকা-কমলাপুর স্টেশনগামী ঐতিহ্যবাহী লালমনি এক্সপ্রেসসহ অন্তত ১৩ টি রুটে ট্রেনে বড় ধরনের সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।
লালমনিরহাট রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমান যাত্রীরা জানান, প্রতিটি ট্রেনেই ৩/৪ ঘন্টা বিলম্বে চলাচল করছে। কাঙ্খিত ট্রেনের অপেক্ষা করতে স্টেশনগুলোতে শত শত যাত্রী প্রচণ্ড শীতে চরম দুর্ভোগের কবলে পড়েছে। ট্রেনের সিডিউল বিপর্যয়ের কথা স্বীকার করে লালমনিরহাট রেল বিভাগের ম্যানেজার নাজমুল ইসলাম জানান, ঘন কুয়াশা থাকায় দুর্ঘটনা এড়াতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।