পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকতে মেগা বিচ কার্নিভালকে সামনে রেখে অবৈধ ক্ষুদ্র স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসকের নির্দেশে রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সৈকত লাগেয়া এ অভিযানে ৬০টি অবৈধ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠন উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলমের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উচজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস ও কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা উপস্থিত ছিলেন। এসময় পুলিশও বিজিবি সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কাজ করেছেন।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস জানান, রবিবার সকালে প্রথম ধাপে ৬০টি অবৈধ (ব্যবসা প্রতিষ্ঠান) স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া এখনও যেসব অবৈধ স্থাপনা রয়েছে তা মেগা বিচ কার্নিভালের আগেই উচ্ছেদ করা হবে বলেও তিনি সাংবাদিকদের।
উল্লেখ্য, আগামী ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি কুয়াকাটায় মেগা বিচ কার্নিভাল ২০১৭ সম্পন্নের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সকল প্রস্তুতি নিয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব