চাকরি স্থায়ীকরণের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত ১০৫০জন শ্রমিক রবিবার দুপুর থেকে তাদের স্ব স্ব কর্মস্থানে অবস্থান ধর্মঘট শুরু করেছেন। এতে খনি থেকে কয়লা উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
রবিবার দুপুর ১২টায় খনির প্রধান ভূ-গর্ভের লিফটের সামনে শ্রমিক সমাবেশ করে এ অবস্থান ধর্মঘট ঘোষণা করেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।
শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাবেক সভাপতি ওয়াজেদ আলী, শ্রমিক নেতা রাহেনুল ইসলামসহ শ্রমিক নেতাগণ।
বড়পুকুরিয়া খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, খনির সূচনালগ্ন থেকে এ খনিতে দিন হাজিরা হিসেবে কাজ করছেন। মাত্র ৩০০ টাকা হাজিরায় কাজ করে তাদের সংসার চলছে না। সে কারনে তারা চাকরি স্থায়ীকরণের দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি কোন সাড়া না দিয়ে টালবাহানা করছেন। তাই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
এ ব্যাপারে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লি. এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল আওরঙ্গজেব সাংবাদিকদের বলেন, আমরা চুক্তির মাধ্যমে শ্রমিকদের স্বার্থ কিভাবে দেয়া যেতে পারে সেই বিষয়ে আলোচনা করছিলাম। কিন্তু হঠাৎ তারা আন্দোলন শুরু করায় আলোচনাটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে অল্প সময়ে এ সম্যসার সমাধান হবে বলে তিনি আশা করছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ