শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর শাখার উদ্যোগে রবিবার মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার শাখার সভাপতি মোঃ আহসানুল হক মুকুল ও সাধারণ সম্পাদক মোঃ মাতলুবুল মামুনসহ ১৩টি উপজেলার শিক্ষক সমিতি'র নেতৃবৃন্দ উপস্থিত ও মানববন্ধন চলাকালিন সময়ে বক্তৃতা করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আহসানুল হক মুকুল ও সাধারণ সম্পাদক মোঃ মাতলুবুল মামুন স্বাক্ষরিত প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিতে বলা হয়, আমাদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি আদর্শিক শিক্ষক সংগঠন যা শিক্ষানীতি-২০১০ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখছে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তি নির্মূলে দেশব্যাপী মানববন্ধনসহ বিভিন্ন
কর্মসূচি নিষ্ঠার সাথে পালন করে আসছে। এ সংগঠন সরকার ঘোষিত দেশে উন্নয়ন ও অগ্রগতির ভিশন ২০২১ রূপকল্প-২০৪১ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে অঙ্গীকারাবদ্ধ।