বগুড়ায় জুয়া, হাউজিসহ মাদকের আসর বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বগুড়া জেলা যুবলীগ। জেলা প্রশাসকের মাধ্যমে রবিবার বেলা সাড়ে ১২ টায় স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুজ্জামান স্মারকলিপি গ্রহন করেন।
এতে যুবলীগ নেতৃবৃন্দ বলেন, বগুড়ার বিভিন্ন স্থানে জুয়া, হাউজি, লটারি, অশ্লীল নৃত্যসহ মাদকের আসর বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবিতে অব্যাহতভাবে কর্মসূচি পালন করছে বগুড়া জেলা যুবলীগ, যা জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান, শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় সমাবেশ ও প্রতিকী অবরোধ, বিভিন্ন উপজেলায় সমাবেশ ও ইউএনও'র কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
জেলা শহরের আশপাশসহ বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মেলার নামে লটারি, ডাবু, চরকি, হাউজি, ওয়ানটেন, চরচরি, বউ, বেলপার্টি, ঘিন্নিসহ বিভিন্ন নামে জুয়া, নগ্ননৃত্য ও মাদকের আসর জমে উঠেছে। এগুলো অবিলম্বে বন্ধ করে যুবসমাজকে নৈতিক অবক্ষয় ও সাধারণ মানুষকে নিঃস্ব হওয়ার পথ থেকে ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ গ্রহন করার জন্য সু-দৃষ্টি কামনা করা হয় স্মারকলিপিতে। অন্যথায় বগুড়া জেলা যুবলীগের কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, যুবনেতা খালেকুজ্জামান রাজা, আনোয়ার পারভেজ রুবন, আব্দুর রাশেদ শিবলু, মাইসুল তোফায়েল কোয়েল, আবু সাঈদ পাপ্পু, সংগ্রাম কুমার দাস, আনন্দ কুমার দাস, আহম্মেদ কবীর মিন্টু, ইফতারুল ইসলাম মামুন প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ