নোয়াখালীর হাতিয়া উপজেলা কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় শিশু মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে জরুরি বিভাগের মেডিকল অফিসার ডাক্তার শহীদ উল্লাকে লাঞ্ছিত করে নিহতের স্বজনরা। রবিবারের এ ঘটনায় হাসপাতাল ভাংচুরও করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানা গেছে উপজেলার চরকিং গ্রামের ইব্রাহিমের ১০ মাসের শিশু তানজিমকে ডায়রিয়া আক্রান্ত হওয়ার পর গত ৫ জানুয়ারি হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসককে বারবার আসার জন্য বললেও চিকিৎসক আসেনি। এক পর্যায়ে চিকিৎসক এসে একটি ইনজেকশান প্রয়োগ করার সাথে সাথে শিশুটি মারা যায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে জরুরি বিভাগের মেডিকল অফিসার ডাক্তার শহীদ উল্লাকে লাঞ্ছিত করে নিহতের স্বজনরা এবং হাসপাতাল ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. নাজিম উদ্দিন চিকিৎসক লাঞ্চিতের বিয়ষ নিশ্চিত করে বলেন, শিশুটি ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছিল। কিন্তু তারা সেটা না কের চিকিৎসককে লাঞ্ছিত করেছে।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব