বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চিংড়ী ঘের দখল ও হত্যার উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ এনেছে ভুক্তভোগি পরিবার। শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে একই ইউনিয়নের রোকেয়া বেগম এমন অভিযোগ করেন।
এ সময় ইউপি চেয়ারম্যান ও তার ক্যাডার বাহিনীর হাতে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার ছাত্রলীগ ও শ্রমিক লীগের একাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় রোকেয়া বেগমের ছেলে বক্কার খানকে তার নিজ বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান শহিদুল ফকির তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ধরে দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদে নিয়ে নির্যাতন চালায়। এই নির্যাতনের পর বক্কার এখন পঙ্গুত্ববরণ করতে যাচ্ছে। গুরুতর আহত বক্কর এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের লিখিত অভিযোগ সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ