দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না, দুর্নীতি সইবো না- এই প্রত্যয়ে শরীয়তপুর দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন সড়ক থেকে উত্তর বাজার পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক সিরাজুল হকসহ অন্যান্যরা।
বক্তারা দুর্নীতি প্রতিরোধে ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে দুর্নীতিকে 'না' বলার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/১০ মার্চ, ২০১৭/ফারজানা