ঝিনাইদহে কালিগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম বিপুল হোসেন (২২)।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমিনুল ইসলাম বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে বিপুল নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি।"
এদিকে নিহত বিপুলের বাবা ফজলু মন্ডল অভিযোগ করে বলেন, "গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের লিটন ও সোহাগ গ্রুপের সঙ্গে তার ছেলের অনেক দিন ধরেই দ্বন্দ্ব ছিল। তারাই কুপিয়ে হত্যা করেছে তার ছেলেকে।"
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪