ময়মনসিংহ সদর উপজেলার নামা কাতলাসেন নয়াপাড়া এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের প্রধান ও তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন ওরফে ডাকাত শাহীনকে (৪৭) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন-র্যাব-১৪।
সোমবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল চাকমা এ অভিযানের নেতৃত্ব দেন।
ময়মনসিংহ র্যাব-১৪’র কোম্পানি কমান্ডার সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া শাহীনের দেওয়া তথ্য মোতাবেক ওই এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯