বগুড়ার শাজাহানপুরে বাস খাদে পড়ে ফনি রায় (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। উপজেলার গাড়ীদহ-জামাদারপুকুর আঞ্চলিক সড়কে মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
ফনি রায়ের বাড়ি নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুরের ছোট কঞ্চি গ্রামে। তার পিতা মৃত মুকুন্দ। ওই দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই গ্রামে ছেলে পক্ষের বাড়িতে নিমন্ত্রণ খাওয়া শেষে তারা ফিরছিলেন। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
বিডি প্রতিদিন/১৫ মার্চ, ২০১৭/ফারজানা