রাজশাহীর বাগমারায় আব্দুর রাজ্জাক (৪২) নামে তালিকাভুক্ত আরেক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত ছয় দিনে বাগমারায় ১০ জঙ্গিকে গ্রেফতার করলো পুলিশ।
বুধবার ভোররাতে উপজেলার যোগিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আব্দুর রাজ্জাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
পুলিশের ভাষ্য, আব্দুর রাজ্জাক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। পুলিশের বিশেষ শাখার তালিকায় ৮৭ নম্বরে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। তিনি জেএমবি'র সক্রিয় সদস্য।
বিডি-প্রতিদিন/এস আহমেদ