গাজীপুরে ট্রেনের ধাক্কায় উম্মে মারিয়া (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সকালে গাজীপুর সিটি করপোরেশনের তালটিয়া এলাকায় ঢাকা-নরসিংদী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
উম্মে মারিয়া গাজীপুর সিটি করপোরেশনের করমতলা এলাকার আজহারুল হকের মেয়ে। সে স্থানীয় মিরেরবাজার হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
মিরেরবাজার হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ জানান, সকাল ৮টার দিকে তালটিয়া এলাকার ঢাকা-নরসিংদী রেললাইনে পাশ দিয়ে হেঁটে প্রাইভেট পড়তে যাচ্ছিল উম্মে মারিয়া। এ সময় সে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তার মরদেহ পরিবারের লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
বিডি প্রতিদিন/১৫ মার্চ ২০১৭/হিমেল