বাগেরহাটে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জন্ম দিনের কেক কেটে দেশে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বাগেরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকালে প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট নাগরিক ফোরামের সভাপতি অধ্যাপক এবিএম মোশারফ হুসাইন।
অনান্যের মধ্যে বক্তব্য বাখেন প্রবীণ রাজনীতিবিদ এ্যাডভোকেট মো. মোজাফ্ফর হোসেন, প্রেসক্লাবের সহসভাপতি নীহার রঞ্জন সাহা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান, তরফদার রবিউল ইসলাম, মীর জায়েসী আশরাফি জেমস, হেদায়েত হোসেন লিটন, খোন্দকার আকমল উদ্দিন সাখি, শওকত আলী বাবু, এসএম শামসুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন