দৈনিক বাংলাদেশ ৮ম বর্ষে পদার্পণ করায় শুরুতেই এর পরিবারের সদস্যদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি মোহা. গোলাম রাব্বানী। পরে সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে বাংলাদেশ প্রতিদিনের ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান শুরু হয়।
এসময় জেলা পুলিশিং কমিটির আহ্বায়ক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. রুহুল আমিন স্থানীয় প্রতিনিধিকে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানান।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর মো. জিয়াউর রহমান আরমান, বিশিষ্ট লেখক ও নাট্যকার গোলাম রাব্বানী তোতা, জেলা মুক্ত মহাদলের প্রতিষ্ঠাতা মুসফিকুর রহমান, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, সীমান্তের কাগজ সম্পাদক জাফরুল আলম, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মো. রফিকুল আলম, আলী, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মো. ইসরাইল সেন্টু, সাংবাদিক হোসেন শাহনেওয়াজ, রবিউল হাসান ডলার, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
সভা শেষে কেক কাটেন অতিথিরা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
বিডি প্রতিদিন/১৫ মার্চ ২০১৭/এনায়েত করিম