নানা অনুষ্ঠানের মাধ্যমে গাজীপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার গাজীপুর প্রেসক্লাবে কেক কেটে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর জেলা প্রতিনিধি খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুরের জিপি এডভোকেট আমজাদ হোসেন বাবুল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মুকুল কুমার মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন। পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন