টাঙ্গাইলের ঘাটাইলে জাঁকজমকপূর্ণভাবে কোটি মানুষের দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ঘাটাইর প্রতিনিধি আতিকুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন, পৌর মেয়র শহীদুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, যুগ্ন-আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামসুল হক, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাংবাদিক আতা খন্দকার প্রমুখ। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৭/মাহবুব