আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে শেরপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে শেরপুর শহরের মডেল গার্লস কলেজের হল রুমে শত শত শিক্ষার্থীদের মাঝে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন শেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আছাদুজ্জামান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার, মডেল কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমকে মুরাদ, মুক্তিযোদ্ধা তালাপতুপ হোসেন মঞ্জু, মডেল স্কুলের প্রধান শিক্ষক দিলরুবা বেগম ও সাংবাদিক আব্দুর রফিক মজিদ।
শুভেচ্ছা জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, পৌর মেয়র গোলাম মো. কিবরিয়া লিটন, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, আওয়ামী লীগ নেতা কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৭/মাহবুব