বাংলাদেশ প্রতিদিনের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে বুধবার কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রতিনিধি রাশেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শরীফ আমিরুল হাসান বুলু, সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান ও কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলুসহ বিভিন্ন শ্রেণি ও পেশার পাঠক ও শুভানুধ্যয়ীগণ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৭/মাহবুব