নোয়াখালী প্রেসক্লাবে বুধবার সন্ধ্যায় বিশিষ্টজনদের উপস্থিতিতে কেক কাটার মধ্যদিয়ে বাংলাদেশ প্রতিদিন ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি গবেষণা ইনষ্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আমিনুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আমির ফয়সল, মুক্তিযোদ্ধা লায়ন মো. শাহ আলম, সাংবাদিক আবু নাছের মঞ্জু, জামাল হোসেন বিষাদ, ইনজামুল হক আনন্দ, আজাদুজামান কাজল, ই ভিলেজের নির্বাহী দিদারুল আলম প্রমুখ।