আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সিরাজগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের বাজার স্টেশন এলাকায় বাংলাদেশ প্রতিদিনের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে কেক কাটা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। বাংলাদেশ প্রতিদিন পাঠক সংগঠন বন্ধু প্রতিদিনের আহবায়ক ও এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন ও জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম প্রমূখ।
এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন, সাবেক সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান, সহ-সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, যমুনা প্রবাহ’র নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, সাংবাদিক হেলাল আহম্মেদ, এনামুলক হক খোকন, আইয়ুব আলী, হীরক গুন, মাসুদ রানা ওয়াসিম, নজরুল ইসলাম, রহমত আলী, দিলীপ গৌর, মোনায়েম খান, জিন্নাহ্ ফারুক, রিংকু কুন্ডু, স্বপন চন্দ্র দাস, আলমগীর কবির, সোহেল রানা, জেলা ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক রেজাউল করিম লিটন, সলঙ্গা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, দলিল লেখক সমিতির কার্যকরী সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা বলেন, বাংলাদেশ প্রতিদিন দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা। পত্রিকা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেই এ ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত হতে না পেরে বাংলাদেশ প্রতিদিনের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেকমন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। তিনি বিবৃতি বাংলাদেশ প্রতিদিনের সাফল্য কামনা করেন বলেন, বাংলাদেশের কোটি কণ্ঠস্বর বাংলাদেশ প্রতিদিন। পত্রিকাটি মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ায় অনন্য ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন