মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মিডিয়া জগতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে পিরোজপুরে আয়োজিত অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তার বক্তব্যে এ কথা বলেন।
প্রতিষ্ঠাবাষির্কী পালন উপলক্ষে সকালে পিরোজপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও সভাশেষে কেক কাটা হয়। অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবাদকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমির কুমার বাচ্চু।
বাংলাদেশ প্রতিদিনের পিরোজপুর প্রতিনিধি ও প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক তানভীর আহমেদের সঞ্চালনায় বাংলাদেশ প্রতিদিনের সাফল্যের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শিরিনা আফরোজ।