মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২২ আসামি গ্রেফতার হয়েছে। বুধবার দিনগত রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে এ অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয়েছে ১৪৫ গ্রাম গাঁজা ও পাঁচ বোতল ফেনসিডিল।
গ্রেফতারদের দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব।
বিডি প্রতিদিন/১৬ মার্চ ২০১৭/এনায়েত করিম