সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার জেলা শহরের দক্ষিণ পলাশপোল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্যরা হলেন- বিএনপি কর্মী সোহেল আহমেদ মানিক, ইলিয়াস হোসেন বকুল ও ইসমাইল হোসেন। তাদের বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
পুলিশের ভাষ্য, সকালে তারিকুল হাসানের নেতৃত্বে কিছু লোক সংঘবদ্ধ হয়ে শহরের দক্ষিণ পলাশপোল এলাকায় স্লোগান দিয়ে নাশকতার চেষ্টা চালাচ্ছিলেন। এসময় তাদের আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন করে জানান, তরিকুলের বিরুদ্ধে নাশকতার আগের কয়েকটি মামলাসহ জেলা মৎস্যজীবী দল নেতা আমানউল্লাহ আমান হত্যার মামলাও রয়েছে।
বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৭/আরাফাত