নেত্রকোনার কেন্দুয়ায় একাধিক হত্যা মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোঃ মামুনকে (২৫) দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করেছে কেন্দুয়া থানার পুলিশ। রবিবার বেলা ১২ টার দিকে উপজেলার চর ক্ষিদিরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে হত্যাসহ বড় বড় ৫টি মামলা রয়েছে কেন্দুয়া থানায়। সে সান্দিকোনা ইউনিয়নের চরক্ষিদিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তার কাছ থেকে দুটি ধারালো দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
কেন্দুয়া থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম জানান, কেন্দুয়া উপজেলাসহ বিভিন্ন এলাকার মধ্যে শীর্ষ সন্ত্রাসী হিসেবে মামুনের নাম রয়েছে কেন্দুয়া থানায়। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি ঘেরাও করে তাকে আটক করা হয়। তার সাথে সার্বক্ষণিক থাকা দেশীয় ২৩ ইঞ্চি লম্বা কিরিচ ও ১২ ইঞ্চি লম্বা ছুরি উদ্ধার করা হয়েছে।
ওসি আরো জানান, মামুন এমন কোন কুখ্যাত কাজ নেই যা সে করেনি। সে সান্দিকোনা সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলীকে কুপিয়ে হত্যা সহ অটো চালককে খুন করে অটো ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। কেন্দুয়া উপজেলা এমনকি আশপাশে যত ডাকাতি সংগঠিত হয়, সেগুলোতেও তার নেতৃত্ব রয়েছে। তার সাথে সব সময় দেশীয় অস্ত্র রাখায় তার বিরুদ্ধে সর্বশেষ অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে।
বিডি প্রতিদিন/২১ মে ২০১৭/হিমেল