নওগাঁর নিয়ামতপুরে অটোর ধাক্কায় সিমলা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সিমলা উপজেলার ভেলকিপুর গ্রামের আকতার হোসেনের মেয়ে।
রবিবার দুপুরে উপজেলার পাড়ইল ইউনিয়নের পৈলানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সিমলা তার পরিবারের সাথে ফুফুর বাড়ি চকধাল গ্রামে বেড়াতে এসেছিল। সেখান থেকে নিজ বাড়ি যাওয়ার জন্য পৈলানপুর বাবু বাজারে এসে দাঁড়িয়ে ছিল। এময় খড়িবাড়ী বাজার থেকে আসা একটি অটোচার্জার তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় সিমলা।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম খান বলেন, ঘটনা জানতে পেরে সাথে সাথে ফোর্স পাঠিয়ে নিহত শিশু কন্যা সিমলাকে উদ্ধার করি এবং লাশ তার পরিবারের নিকট ঘটনাস্থল থেকেই হস্তান্তর করেছি।