ট্রাক শ্রমিকরা রবিবার থেকে কর্মবিরতি শুরু করায় সোনামসজিদ স্থলবন্দরে পণ্যজটের সৃষ্টি হয়েছে। তবে বন্দরে স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে।
রবিবার থেকে ট্রাক ও লরি শ্রমিকরা কর্মবিরতি শুরু করায় বন্দর থেকে মালামাল দেশের কোন স্থানে বহন করা সম্ভব হচ্ছে না। এতে করে বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়েছে।
সোনা মসজিদ স্থলবন্দরের শ্রমিক সরদার মোখলেসুর রহমান জানান, ট্রাক শ্রমিকদের কারণে পণ্য পরিবহণ করা না গেলেও মালামাল লোড-আনলোড স্বাভাবিক রয়েছে। আজ বন্দরে শতাধিক ট্রাক ভারত থেকে বন্দরে প্রবেশ করেছে বলেও জানান তিনি।
জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি এএফএম লুতফর রহমান ফিরোজ বলেন, জেলায় ট্রাক চলাচল বন্ধ থাকলেও বাস চলাচল স্বাভাবিক রয়েছে। সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হারুন অর রশিদ ট্রাক ধর্মঘটের কারণে উদ্বেগ প্রকাশ করে জানান, দ্রুত ট্রাক চলাচল স্বাভাবিক না হলে বন্দরের ব্যবসায়ীরা পচনশীল পণ্য নিয়ে লোকসানে শিকার হবেন। তাই অবিলম্বে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের দাবি জানান তিনি।