যশোর উপশহর ইউনিয়ন পরিষদের সামনে এনামুল হক কাজল (৩৫) নামে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার বেলা দুইটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কাজল যশোর উপশহর এলাকার আশরাফ হোসেন আশার ছেলে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার ওসি কেএম আজমল হুদা ঘটনাস্থলে যান। তিনি বলেন, কারা কী কারণে এ হত্যাকাণ্ড সংঘঠিত করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত কাজলের চাচা আলী কদর বলেন, তার ভাইপো কাজল যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং ঠিকাদারি করতো। রবিবার বেলা ২টার দিকে সে একটি মোটরসাইকেলে উপশহর ইউনিয়ন পরিষদের সামনে গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই কাজলের মৃত্যু হয়। নিহতের বুকে পেটেসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। যশোর সদর
উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার ঘোষ বলেন, কাজল উপশহর ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব