নাটোরের সিংড়া উপজেলার দামকুড়ি গ্রামের কৃষক লোকমান আলী হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার দুপুর ২টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন।
নাটোর কোর্ট পরিদর্শক (ওসি) নাসির উদ্দিন জানান, ২০১৩ সালের ৭ এপ্রিল কুসুম্বি কালিগঞ্জ বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কৃষক লোকমান আলী। এরপর তিনি রাতে আর বাড়ি ফিরেননি। পরে ১৪ এপ্রিল বিকেলে করচমারিয়া গ্রামে তার শশুরবাড়ির টয়লেটের সেফটি ট্যাংক থেকে দুগন্ধ বের হওয়া দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এসময় টয়লেটের সেফটি ট্যাংকের ঢাকনা খোলা হলে সেখানে লোকমান আলীর মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশ খবর পেয়ে তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত করেন।
তিনি আরো জানান, এই ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে অভিযুক্তদের নামে মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে রবিবার বিচারক এই আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন একই উপজেলার কালিগঞ্জ গ্রামের আংগুর মোল্লা (৩০), আলহাজ্ব ফারুক হোসেন (২৮), মিঠু (৪০), সোহাগ (৩৫) ও বগুড়ার চকসুত্রাপুর নয়ন(২৮)।
এদিকে, অপরাধ প্রমাণিত না হওয়ায় ছাতারদীঘী গ্রামের নাসির উদ্দিন (৩০) ও একই এলাকার মিলন হোসেন (৩৫)।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব