খাগড়াছড়িতে বাঙালী ছাত্রে পরিষদের একাংশের ডাকা সকাল সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে চলমান চাঁদাবাজি, অপহরণ, গুম-হত্যা বন্ধ ও মহালছড়ির ভাড়ায় মোটরসাইকেল চালক ছাদেকুল ইসলামের হত্যাকারীদের শাস্তির দাবিতে রবিবার খাগড়াছড়ি শহরে এ হরতাল পালন করা হয়।
এর আগে, শনিবার রাতে কেন্দ্রীয় বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ির পূর্ব ঘোষিত মহাসমাবেশকে বানচাল করার জন্য হরতাল, সংগঠনের নিয়ম-শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে অংশ নেওয়ায় জেলা সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম রানাসহ ৩ জনকে বহিষ্কার করা হয়।
তারা হলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দীন, সাধারণ সম্পাদক এস.এম মাসুম রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ। এদেরকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়।
রবিবার হরতাল চলাকালীন সময়ে খাগড়াছড়ির সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ ছিল। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও শহরে ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল, দোকানপাট খোলা ছিল, অফিসপাড়ায় উপস্থিতি স্বাভাবিক অবস্থা ছিল। তবে হরতালে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পুলিশ সুপার আলী আহমদ খান জানান, হরতাল-অবরোধে জনগণের নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি ছিল। পাশাপাশি ভ্রাম্যমান টহল দলের মাধ্যমে হরতালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব