ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহনী এলাকায় ট্রাকের চাপায় গুরু রানী (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত গুরু রানী উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মৃত-অতুল কুমার বিশ্বাসের স্ত্রী। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এস আই আবুল কাশেম জানান, চুয়াডাঙ্গা থেকে একটি মালবাহী ট্রাক ঝিনাইদহের দিকে আসছিল। পথমধ্যে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা ত্রিমোহনী এলাকায় পৌছালে গুরু রানীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে।.
বিডি প্রতিদিন/ ১৯ জুন,২০১৭/ ই জাহান