বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারে দুই মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে মনির নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২ জন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মাধবপাশায় দুই মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিক এর চেয়ে বেশি বলা যাচ্ছে না।
নিহত মনির বরিশাল নগরের আর্শেদ আলী সড়ক এলাকার বাসিন্দা জয়নাল আবদীনের ছেলে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২০ জুন, ২০১৭/ওয়াসিফ