মিয়ানমারে রোহিঙ্গা নিধন বন্ধ ও জাতিগত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন করেছে নেত্রকোনার একটি স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ। আজ সকালে মোক্তারপাড়া প্রেসক্লাব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, হায়দার জাহান চৌধুরী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, কলেজ শিক্ষক ননী গোপাল সরকার, জনউদ্যোগের আহবায়ক কামরুজ্জামান চৌধুরী, সাংবাদিক একে এম আব্দুল্লাহ, আলপনা বেগম, প্রকৃতি বাচাও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরী, নারী প্রগতি সংঘের তিন্না রেমা, পল্লব চক্রবর্তী ও জনউদ্যোগের ফেলো সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল প্রমুখ। বক্তারা এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মানবতার জন্য ধন্যবাদ জানিয়ে মিয়ানমারসহ বিশ্ব নেতাদের প্রতি মানবিক হওয়ার আহবান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার