গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রিবাস খাঁ (৪০) ও নাজমা বেগম (৩০) নামে দুই জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন নাজমার স্বামী নজরুল শেখ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এনামুল কবির জানান, কুশলী গ্রামের নজরুল শেখ তার বাড়িতে পানি তোলার জন্য মোটরের সুইচ দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী নাজমা চিৎকার করে স্বামীকে ছাড়াতে গেলে তিনি তারে জড়িয়ে যান।
চিৎকার শুনে প্রতিবেশী শ্রিবাস তাদের উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে শ্রিবাস ও নাজমাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বিডি-প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ