নেত্রকোনার পূর্বধলায় এক নবজাতক কন্যা সন্তানের লাশ উদ্ধার করেছে গৌরীপুর রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার সকালে জারিয়া রেল স্টেশনে একটি বাজারের ব্যাগ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জারিয়া-ময়মনসিংহ রেলপথের জারিয়া স্টেশনের ২নং রেললাইনের ওপর একটি বাজারের ব্যাগে নবজাতকের লাশ দেখে এলাকাবাসী ভিড় জমায়। খবর পেয়ে গৌরীপুর রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনির মিয়া জানান, নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । ধারণা করা হচ্ছে, এটা কারও অবৈধ সম্পর্কের ফসল।
বিডিপ্রতিদিন/ ২৬ সেপ্টেম্বর,২০১৭/ ইমরান জাহান