কুমিল্লার মেঘনার আবদুল মোমেন আখন্দ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকালে কুমিল্লা অতিরিক্তি জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলি এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- জেলার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ইদুল্লাহ মিয়া, একই গ্রামের খলিল মিয়ার ছেলে সাইফুল্লাহ, টুক্কু মিয়ার ছেলে শাহাদাত ও খলিল মিয়ার ছেলে এন্তাজ মিয়া।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এড. রেজ্জাকুল ইসলাম জানান, জেলার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের আব্দুল মজিদ আখন্দের ছেলে আবদুল মোমেন খন্দকার সৌদি প্রবাসী ছিলেন। প্রতিবেশীদের সাথে জমি নিয়ে তার বিরোধ ছিলো। এছাড়া তার বাড়িতে এক নারীর সাথে আসামিদের অনৈতিক সম্পর্ক ছিল। এ বিষয়ে প্রতিবাদ করায় আসামিরা ২০০৫ সালে ১২ জুলাই তাকে শ্বাসরোধে হত্যা করে। পরদিন তার ভাই আব্দুল মালেক বাদী হয়ে মেঘনা থানায় ১৬জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই সালের ১৫ অক্টোবর মেঘনা থানার এসআই মো. মর্তুজ আলী আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষীদের শুনানী শেষে আদালত এই রায় দেন। ১৬ জন আসামির মধ্যে বিচারকার্য চলাকালে ৫জন মারা যায়। এছাড়া ৭ জনকে আদালত খালাস দেয়। কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে শাহাদাত ও এন্তাজ মিয়া পলাতক রয়েছে। আসামি পক্ষের আইনজীবী ছিলেন এড. আলী আশ্রাফ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন