রাজশাহীর ঐতিহ্যবাহী সাধারণ গ্রন্থাগার রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সকালে ‘আমরা আছি’ সংগঠনের ব্যানারে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি তারিক হায়দার মিঠু। সংহতি জানিয়ে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, প্রশান্ত সাহা, ফটোজার্নালিস্ট অ্যাসোশিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, কবিকুঞ্জের যুগ্মসাধারণ সম্পাদক কবি শামীম হোসেন। বক্তারা দেড়শ বছরের ঐতিহাসিক গ্রন্থাগারটি না ভাঙতে রাজশাহী সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার