কুমিল্লার মুরাদনগরে পূজা মণ্ডপে একটি মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
উপজেলার যাত্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য ও কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
মুরাদনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পার্থ সারথী দত্ত জানান, সোমবার গভীর রাতের কোন এক সময় যাত্রাপুর বাজার পূজা মণ্ডপের একটি মূর্তির বিভিন্ন অংশ ভাংচুর করে চলে যায় দুর্বৃত্তরা। এসময় মণ্ডপে কেউ ছিলো না।
মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জান জানান, মূর্তি ভাংচুরের ঘটনায় যাত্রাপুর মন্দির কমিটির সভাপতি বিমল দাস বাদী হয়ে মুরাদনগর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এবিষয়ে তদন্ত করছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন