সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ জেলার শীর্ষ নৌ-ডাকাত সিরাজ শিকদার ওরফে সিরাজ ডাকাত (৪৫) ও তার ছেলে জহুরুল শিকদারকে (২৫) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার র্যাব-১২ সদস্যরা বেলকুচি উপজেলার চর কোনাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার, একটি ওয়ান শুটার গান, ২টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিকেলে র্যাব-১২’র প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১২’র অধিনায়ক এডিশনাল ডিআইজি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নদী পথে ডাকাতি, খুন ও চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সিরাজ শিকদারের বিরুদ্ধে আলোচিত রান্ধুনী বাড়ি ক্যাম্পে হামলা চালিয়ে ৩ পুলিশ হত্যা ও অস্ত্র লুটের মামলাসহ সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি ও টাঙ্গাইলের কালিহাতী থানায় ১০টি হত্যা ও ডাকাতি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ আগস্ট, ২০১৭/মাহবুব